নিজস্ব প্রতিবেদক // মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে খুলনা সোসাইটির পক্ষ থেকে গুনীজনদের সম্মাননা দেওয়া হয়েছে। মংগলবার রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে মুক্তিযুদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ শীর্ষক আলোচনা এবং গুনীজন সম্মাননা স্মারক দেওয়া হয়।খুলনা সোসাইটির চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক এর সভাপতিত্বে ও স্বাধীনতা সম্মাননা – ২০২২ প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান নয়ন পাল এর পরিচালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ও খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো: আজিজুল হাসান দুলু। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহিলা কলেজের সাবেক জি এস, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিষ্টার শামসুন্নাহার শিমুল, ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহ রেজিষ্টার স্বাচিব নেতা ডা: উপানন্দ রায়।সংগঠনের মহাসচিব এস এম শফিকুল আলম বিল্পব এর তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মির্জা খয়বার’র পরিবারের সদস্য দিঘলিয়া সরকারী কলেজের অধ্যক্ষ এ্যাড. মির্জা নুরুজ্জামান।
এসময় আরও আলোচনা করেন ও উপস্থিত ছিলেন এনটিভির ব্যুরো চিফ মো: আবু তৈয়ব মুন্সী, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আরবিনা শিকদার, মেহেজাবিন খান, ইয়াফেজ ইস্তেহাদ দ্বীপ, মো: তারেক হাসান, মিশকাত হোসেন, মানছুরা তুলি, রুবেল ইসলাম, আপু রায়হান আকাশ, মিথিলা আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে চেয়ারম্যান পত্নী শিক্ষা কর্মকর্তা মিসেস শেফালী খানমকে ও দপ্তর সম্পাদকের পত্নী মিসেস জয়নাল ফরাজীকে বিবাহোত্তর সংবর্ধনা দেয়া হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।