মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি // গত বুধবার সকালে দশটায় বটিয়াঘাটা মাধ্যমিক শিক্ষক সমিতির অফিসে সুইজারল্যান্ড এর আর্থিক সহায়তায় রুপান্তরের বাস্তবায়নে করোনা অতিমারি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরী পূনরবাসনের উদ্যোগে করোনা সংকটে মোকাবেলায় উন্নয়নের মাধ্যমে উদ্যোগক্তা সৃষ্টির প্রশিক্ষণ বটিয়াঘাটা উপজেলার ৭টি ইউনিয়ন পরিচালিত হবে ।
তারই ধারাবাহিকতায় প্রথম ধাপে ১ জলমা ইউনিয়ন উদ্বোধন করেন মহিলা বিষয় কর্মকর্তা হাসি রানী রায়।এদিন ২ নং বটিয়াঘাটা বালিয়াডাঙ্গা প্রশিক্ষণ শুরু হয় ।এতে প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোমিনুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, রুপান্তর প্রকল্প কর্মকর্তা খুলনা এর শেখ জার্জিসউল্লাহ,গনবিদ্যালয়ের অধ্যাপক কামরুজ্জামান ও প্রশিক্ষক সুভাষ চন্দ্র রায়,রুপান্তর এর স্কীম প্রকল্পের ফিল্ড অফিসার মোঃ রাজীব হাসান, অনুষ্টান পরিচালনা করেন উপজেলা ফিল্ড অফিসার শান্তনু মন্ডল, প্রশিক্ষণ শেষে প্রশির্নাথীদের মাঝে রীন সহায়তা দেওয়া হবে মোবাইল ব্যংকিং নগদ এর মাধ্যমে, ১৫ দিনের প্রশিক্ষণ পরিচালনা করা হবে খানজাহানিয়া গনবিদ্যা সুন্দরঘোনা বাগেরহাট এর মাধ্যমে ।
Leave a Reply