খুলনার খবর // সাতক্ষীরার তালায় নাশকতা মামলার আসামি ও ৭নং ইসলামকাটী ইউনিয়ন চেয়ারম্যান জামায়াত নেতা চেয়ারম্যান গোলাম ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকালে তালা উপজেলার পরানপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একই গ্রামের করিমুল্লাহ’র ছেলে।
পুলিশ জানায়, জনমনে ভীতি তৈরী ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারা মোতাবেক তার বিরুদ্ধে তালা থানায় একটি মামলা হয় (মামলা নং-১২)।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply