মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি // যশোরের চৌগাছার টেঙ্গুরপুরের আলোচিত জোড়া হত্যাকান্ডের মিশন সদস্য বিল্লাল ও তার স্ত্রী রুপালিকে আটক করেছে র্যাবব-৬।ঝিনাইদহের কালীগঞ্জ থেকে তাদের আটক করা হয়।
উল্লেখ্য গত ৭ এপ্রিল রাত সাড়ে দশটায় চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড়ে একই গ্রামের ইউনুস আলী খান ও তার ভাই আইয়ুব আলী খানকে কুপিয়ে হত্যা করা হয়।আবজেল খানের ছেলে বিপুল, মুকুল, বিল্লাল ও তার স্ত্রী রুপালি বেগম চাপাতি, হাসুয়া, লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়।
একটি দোকান চালানোর পাশাপাশি মুকুল নিহতদের জমিতে ও কাঠগোলায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন দোকানী মুকুলের সাথে কথা কাটাকাটি হয় আইয়ুব আলী খানের।এসময় উত্তেজিত হয়ে বিপুল ও মুকুল পক্ষ আয়ুব আলী খান ও তার ভাই ইউনুছ আলী খান, ভাতিজা আসাদুজ্জামান খান রনিকে এলোপাতাড়ি কোপায়। খুন হন ইউনুছ আলী খান ও আয়ুব আলী খান। আর এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আসাদুজ্জামান খান রনি। ওই ঘটনায় ৮ এপ্রিল সকালে আটক করা হয় মুকুল ও বিপুলকে। আর পালিয়ে যায় বিল্লাল ও তা স্ত্রী রুপালি বেগম। বিষয়টি র্যাব তদন্ত শুরু করে। এক পর্যায়ে তারা আটক করা হয়।
Leave a Reply