মোঃ ইমরান,বটিয়াঘাটা প্রতিনিধি //বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় মহাদেবের চড়ক পূজা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল মঙ্গলবার চড়ক পূজার প্রধান আকর্ষণ খেঁজুর সন্ন্যাস স্থানীয় মল্লিকের মোড়ে মূলবালা মৃর্নাল মল্লিক ও রনজিৎ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত খেঁজুর ভাঙ্গা অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন, তৃপ্তি রায়,অনামিকা বালা,রিপন রায়,অজিত সরকার,প্রশান্ত কুমার রায়, কার্তিক ঢালি,সুমন রায়, মলিনা গাইন,অসীম হালদার, বাপ্পা মল্লিক, প্রতাপ মল্লিক,হরিচাঁদ ঢালি, রনজিত টিকাদার, বিচরণ মল্লিক, ভগিরথ হালদার,পলাশ হালদার, সবুজ টিকাদার, মধুসূদন মল্লিক,অরিত্র মল্লিক, লিটন হালদার, জয়দেব মল্লিক প্রমূখ ।
এছাড়াও সাচিবুনিয়া,চক্রাখালি টিকাদার বাড়িতে, ছয়ঘরিয়া, ফুলতলা সহ বিভিন্ন এলাকায় খেঁজুর ভাঙ্গা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায় ।
Leave a Reply