মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া( নড়াইল)প্রতিনিধি // ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।আজ রোববার সদর উপজেলার গোবরা মিত্র কলেজে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের আয়োজনে তথ্য অফিসার জনাব ইব্রাহিম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস, এম ছায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে মূল আলোচনা রাখেন জেলার বিএলএফ এর গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন গোবরা মিত্র কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন মোল্লা। আলোচনা সভার শুরুতে মুজিবনগর সরকারের উপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে কলেজের প্রায় তিনশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Leave a Reply