সোহেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি // লক্ষ্মীপুর শহরের একটি ক্রোকারিজ পণ্যের গোডাউনে আগুন লেগেছে। এতে ওই গোডাউনে থাকা ক্রোকারিজ পণ্য সামগ্রী পুড়ে যায়। মঙ্গলবার ১৯/০৪/২২ইং দুপুর ১ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। আধাঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহযোগিতার ফায়ারসার্ভিস কর্মীরা আগুনে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বৈদ্যুতিক শর্টসাকিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র নাথ দাবি করেছেন, আগুনে তার কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের গেঞ্জিহাটা সড়কের ৪চার তলা বিশিষ্ট চৌধুরী মার্কেটের চতুর্থ তলায় থাকা শুভ ক্রোকারিজ নামীয় একটি দোকানের গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই গোডাউনে থাকা ক্রোকারিজ পণ্য পুড়ে যায়। লক্ষ্মীপুর ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. লিটন আহম্মেদ আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।