এস,এম শামীম, দিঘলিয়া খুলনা // দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠন নিয়ে দেওয়া বক্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু।
তিনি গতকাল বুধবার (২০ এপ্রিল) উপজেলা বিএনপির প্যাডে বিবৃতি প্রদান করে দুঃক্ষ প্রকাশ এবং বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধে করেন।
বিবৃতিতে তিনি বলেন, উপজেলা বিএনপির কর্মি সভায় বক্তব্য দেওয়ার সময় আমি কোনো ব্যাক্তি বা কোন প্রতিষ্ঠান এমনকি কোন সংগঠন কে কোন প্রকার আঘাত দিয়ে কোন বক্তব্য উপস্হাপন করি নাই, তারপরেও আমার বক্তব্যে কোন ব্যাক্তি বা কোন প্রতিষ্ঠান বা কোন সংগঠন আঘাত পেয়ে থাকে আমি ব্যাক্তিগত ভাবে তার জন্য দুঃক্ষ প্রকাশ করছি এবং বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ করছি এবং ভবিষ্যতে রাজনৈতিক সামাজিক ভাবে পরষ্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকবো।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় এক বিএনপি নেতা বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু এধরনের উদ্ধোত্তপূর্ন বক্তব্যের জন্য দল ক্ষতিগ্রস্হ। সে দলে সকল নেতাকর্মীর সম্মানহানী ঘটিয়েছে। দলকে সু-সংগঠিত করতে এধরনের কুরুচিপূর্ণ ব্যাক্তিকে দলের গুরুত্বপূর্ণ পদে না রাখাই সমচিন।
প্রশঙ্গত গত ২৪ মার্চ উপজেলা বিএনপির কর্মী সভায় কেন্দ্রীয় বিএনপির নেতা আজিজুল বারী হেলালের উপস্থিতিতে বাংলাদেশ আওয়ামীলীগ সহ সহযোগী ও অঙ্গ সংগঠন সম্পর্কে কুরুচিপূর্ণ ও হুমকি-ধমকি দিয়ে বক্তব্য রাখেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বাংলাদেশ আওয়ামী লীগ সহ সহযোগী ও অঙ্গ সংগঠন এর নেতা কর্মীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে গত ১৯ এপ্রিল দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী ও অঙ্গ সংগঠন উপজেলা চত্তরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে এবং দিঘলিয়া থানায় অভিযোগ দায়ের করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।