এম.কে.জামান সুমন, খুলনার খবর, ঢাকা // বাংলাদেশ ফেডারেল সাংবাদিক (বাশিকপ) ও জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠানে বিএফইউজে এর সভাপতি এম. আবদুল্লাহ এর সভাপতিত্বে ও বিএফইউজে মহাসচিব এর উপস্থাপনায় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা এ.টি.এম মাসুম।
সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএফইউজে সাবেক সাধারণ সম্পাদক মুন্সি আবদুল মান্নান, ডিইউজে সাবেক সভাপতি এম.আর গনি, ডিইউজে সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ, ডিইউজে সহ এম.এ কুদ্দুস, সভাপতি জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, ড্যাব এর সাধারণ সম্পাদক ডাঃ আবদুস সালাম, বিএফইউজে সাবেক সাধারণ সম্পাদক এম.এ আজিজ, বিএফইউজে সাধারণ সম্পাদক, সম্মিলিত পেশাজীবি সংগঠনের সভাপতি ডাঃ এ.জেড.এম জাহিদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ সহ বিভিন্ন সাংবাদিক ও পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশে আজ গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, চলমান সাংবাদিক সুরক্ষা আইন পরিবর্তন করতে ও প্রয়োজনে বাতির করতে সরকারের কাছে দাবি জানান, তিনি সকল সাংবাদিক ভাইদের একজোট । রুহুল আমিন গাজী দীর্ঘ ১৭ মাস পর কারামুক্ত হন, তিনি একাধারে সাংবাদিক নেতা এবং একজন বলিষ্ঠ সংগঠক।
সভায় আলোচকগণ রুহুল আমিন গাজীর দীর্ঘ কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে কর্মকর্তাদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। দোয়া শেষে ইফতারের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।