পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর// কেশবপুরের রিয়া ও হৃদয় দুই ভাই বোন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। এদিকে দরিদ্র পরিবারে বেড়ে ওঠা রিয়া ও হৃদয়কে কেশবপুরের উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন দশ হাজার টাকা পুরস্কার প্রদান করেন। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে ডেকে রিয়া ও হৃদয়ের হাতে ওই টাকা তুলে দেন ইউএনও এম এম আরাফাত হোসেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, রিয়া ও হৃদয়ের গাইড কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেএসপি’র তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ প্রদান কার্যক্রম ২০২২ এর আওতায় ক্রিকেট বিভাগে তারা নির্বাচিত হয়েছে। উপজেলার মজিদপুর গ্রামের রাজমিস্ত্রি রেজাউল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌসী রিয়া ও ছেলে আশরাফুজ্জামান হৃদয় শিশুকাল থেকেই লেখাপড়ার পাশাপাশি ত্রিকেট খেলার অনুশীলন করে আসছে। ইতিপূর্বে তারা যশোর জেলা ক্রিকেট টিমের হয়ে খুলনা বিভাগীয় পর্যায়ের টুর্ণামেন্টে অংশ নিয়েছিল।
রিয়া কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে ও হৃদয় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। বিকেএসপি’র তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণে সারা দেশের মধ্যে ক্রিকেটে ১৯৫ জন বালক ও ২৫ জন বালিকা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। তার মধ্যে রিয়া সাভারের জিরানী বিকেএসপি’র প্রশিক্ষণ কেন্দ্রে ও হৃদয় কক্সবাজারের রামুতে বিকেএসপি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আগামী ১০ মে থেকে নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণ করবে।
Leave a Reply