মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা প্রতিনিধি // মহান মে দিবস উপলক্ষে গতকাল সকাল ১১.০০ ঘটিকার সময় জনাব মোঃ নুর আলী (সভাপতি)বটিয়াঘাটা উপজেলা ইমারত নির্মান শ্রমিকের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র্যালিটি বটিয়াঘাটা বাজার চত্তরে হতে বটিয়াঘাটা বাসস্ট্যান্ডে ঘুরে পুনরায় বাজারে এসে শেষ হয়।পরে মিলাদ ও দোয়ার শেষে তবারক বিতরণ এর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৯নং ওয়াড মেম্বার জনাব মোঃ ওবায়দুল শেখ, জনাব বিবেক বিশ্বাস বটিয়াঘাটা ০১ নং ওয়ার্ড মেম্বার, জনাব এসএম শামিম আল মামুন (উপদেষ্টা উপজেলা ইমারত নির্মান শ্রমিক), জনাব গোবিন্দ রায় (সহ সভাপতি), জনাব মোঃ মতলেব বিশ্বাস (সাংগঠনিক সম্পাদক), জনাব মোঃ জাহিদ শেখ (কোষাধক্ষ্য), জনাব মোঃ হাসান গাজী (প্রচার সম্পাদক বটিয়াঘাটা),অনুষ্ঠানে শ্রমিকগন উপস্থিত ছিলো।উক্ত অনুষ্ঠানে বক্তরা শ্রমিকে অধিকার সম্পর্কে আলোচনা করে।
Leave a Reply