পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর // কেশবপুরে মঙ্গলবার বাংলা নববর্ষ উপলক্ষে সর্বসাধারণকে পান্তা-ইলিশ খাওয়ানো আয়োজন করেছেন, যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
পহেলা বৈশাখ রমজান চলমান থাকায় যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার রমজান ও ঈদুল ফিতরের পরে কেশবপুরে সর্বসাধারণকে পান্তা-ইলিশ খাওয়ানোর ঘোষণা দেন। পান্তা-ইলিশ খাওয়ানোর লক্ষে মঙ্গলবার (১০মে)সকাল ৯ টা থেকে কেশবপুর পাবলিক ময়দানে সর্বসাধারণকে পান্তা-ইলিশ খাওয়ানোর আয়োজন করেছেন।
বাঙালিদের প্রাণপ্রিয় খাবার পান্তা-ইলিশ খাওয়ানোর জন্য সোমবার বিকাল থেকে কেশবপুর উপজেলা পরিষদ চত্ত্বরে নানা আয়োজন চলছে। পান্তা-ইলিশের কার্যক্রম পরিদর্শন করেন, যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। তিনি এই আয়োজনে সকলকে অংশগ্রহনের জন্য আহবান জানিয়েছেন।
এসময় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, সাবেক জেলা নেতা রেজাউল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, আইন বিষয়ক সম্পাদক হোসাইন মোহাম্মদ ইসলাম, সদস্য শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনুরানী হালদার প্রমুখ উপস্থিত ছিলেন। অসময়ে এই আয়োজন জনমনে সাড়া জাগিয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।