শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা খুলনা প্রতিনিধি // মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনা পানি কেন্দ্র পাইকগাছা ৯মে ২০২২খ্রি. রাত্র ১১.৩০ মিনিটে বাংলাদেশ ভেনামি চিংড়ি (Penaeus vannamei) চাষ সম্প্রসারণের লক্ষ্যে পরীক্ষামূলকভাবে থাইল্যান্ড থেকে আমদানিকৃত ভেনামি চিংড়ির পিএল BFRI এর লোনা পানি কেন্দ্রের পুকুরে-১২,০৬,০০০ টি পোনা মজুদ করা হয়। মজুদের ঘনত্ব ৭০টি প্রতি বর্গমিটারে।পিএল মজুদকালিন লোনাপানি কেন্দ্রে উপস্থিত ছিলেন সিএসও জনাব ডঃলতিফুর রহমান ও বৈজ্ঞানিক কর্মকর্তা,এমইউ সী ফুডের এমডি জনাব শ্যামল কুমার দাস,জেলা মৎস্য অফিসারখুলনা জয়দেব পাল,বিএফএফইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস হুমায়ুন কবির,আধানিবিড় চিংড়ি চাষী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ রফিকুজ্জামান,সাবেক উপপরিচালক (এফআইকিউসি) প্রফুল্ল কুমার সরকার, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীগণ প্রমুখ। অনুজীব পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে কোয়ালিটি আসুরেন্স ম্যানেজারের দপ্তরে প্রেরণ নিশ্চিত করাও হয়েছে।
Leave a Reply