বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি // গতকাল বিকেল ২টার দিকে বটিয়াঘাটার হাটবাটি এলাকায় অভিশেক বাছাড় (১৮) নামক এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
পারিবারিক সুত্রে জানা যায়, হাটবাটি গ্রামের দেবাশিষের পুত্র মৃত অভিশেক ১০ম শ্রেনীর ছাত্র ছিলেন।বটিয়াঘাটা থানা পুলিশ জানান,অভিশেক বাছাড় পারিবারিক কলোহের কারনে তার নিজ বাড়িতে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয় বটিয়াঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা হয় যার মামলা নং ১১ তারিখ ০৯/০৫/২০২২ইং।লাশটি ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply