শেখ খায়রুল ইসলাম,কপিলমুনি
আয় বন্ধুরা সবাই মিলে
নানার বাড়ি যাই, নানীর হাতের গরম চা
ফুঁ দিয়ে খাই।
নানার হাতের সলটেস বিস্কুট মিষ্টি লাগে খুব
আমার নানা সেরা নানা জম্মের মিশুক।
হেসে হেসে ভালোবেসে টেনে নিতো বুকে,
নানা ভাই ভালো তাই জানে সর্বলোকে।
দুঃখী যাদের খোজে তাদের
দুঃখ ভাগে নেয়,
কাছে ডেকে পকেট থেকে
ভালোবাসা দেয়।
আষাঢ় মাসে বৃষ্টি নামে
খাল বিলে টুপাটুপ,
রুই কাতলা টেংরা পুঁটি
নানা বাড়ির ভরা কূপ।
বড় বড় মন্ডু মাছের
নানার বাড়ি কত খাই,
নানাদের ঐ নীল পুকুরে
মাছের কোন অভাব নাই।
আম কাঠাল জাম জামরুল
হাস্নাহেনা বকুল ভাই,
নৌকা জাল বড়শী বল
নানার বাড়ি অভাব নাই।
চা খেতে যায় নানার বাড়ি
নানা জনাব কওছার আলী,
আমার নানা আমার প্রাণ
“নানা আমার চেয়ারম্যান”।
Leave a Reply