মোংলা প্রতিনিধি // ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে মোংলা সমুদ্র বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও বাতাস বইছে।
আজ বুধবার (১১ মে) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত প্রখর রৌদ্রজ্বল আবহাওয়া বিরাজ করলেও সকাল ৯টার পর সেটার চিত্র পাল্টে যায়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মেঘে ঢেকে যায় মোংলা এলাকা।অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পুরো অঞ্চল। সেই সঙ্গে শুরু হয়েছে মেঘের গর্জন, বৃষ্টি ও বাতাস।
আজও মোংলা বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বলবৎ রাখা হয়েছে।সকাল থেকেই মোংলা এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।
Leave a Reply