প্রনয় দাস,অভয়নগর প্রতিনিধি // যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রাম থেকে লালন মোড়ল(৩৫) নামে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। সে সিংগাড়ী গ্রামের হেকমত মোড়লের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১৩ মে) শুক্রবার আনুমানিক সকাল সোয়া ১০ টায় ভাটপাড়া তদন্তকেন্দ্রের এস আই অভিজিৎ সিংহ রায়ের নেতৃত্বে একদল চৌকস পুলিশ লালনকে গাঁজাসহ সিংগাড়ী গ্রামের উত্তম শিকদারের চায়ের দোকানের সামনে থেকে হাতেনাতে আটক করে।তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) এর ১৯( ক) ধারায় অভয়নগর থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলা নং – ০৯।
ভাটপাড়া তদন্তকেন্দ্রের এস আই অভিজিৎ সিংহ রায় বলেন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও ২০১৯ সালেও লালনের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে বলে ।
Leave a Reply