মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা // নড়াইলের লোহাগড়ায় বিদ্যুতায়িত এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৩ মে) রাত ৯ টার দিকে লোহাগড়া উপজেলার চাচই-ধানাইড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম রহিম মোল্লা (২৫) সে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় গ্রামের মো.ইকরাম মোল্লার পুত্র।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে,গতকাল শুক্রবার দিবাগত রাতে নিজের ঘরে বিদ্যুৎ লাইনে কাজ করছিলো রহিম।এসময় অসাবধানবসত রহিম বিদ্যুৎ এর লাইন স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ঠে এ দূর্ঘটনা ঘটেছে। তদন্ত স্বাপেক্ষে বলা যাবে প্রকৃত ঘটনা কি ঘটেছে।যুবক রহিমের অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
Leave a Reply