এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা // দিঘলিয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও প্রতিযোগিতা-২০২২ ইং অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া সরকারি এম এ মজিদ কলেজ এর অধ্যাক্ষ খান মোঃ রওশন আলী, দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম। কবিতা আবৃত্তি, হামদ-নাচ, ছড়া গান, দেশাত্ববোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, ভাব সংগীত, লোকসংগীত, উচ্চাঙ্গ সংগীত, নৃত্য ও রচনা সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রত্যেক বিষয়ে একজন করে প্রতিযোগিকে বাছাই করে জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়। উল্লেখ্য জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা গত ১১ মে শুরু হয়েছে এবং আগামী ৬ জুন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মধ্যে দিয়ে এ প্রতিযোগিতা শেষ হবে।
Leave a Reply