মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি // যশোরে প্রায় আড়াই ভরি চোরাই স্বর্ণালংকারসহ আবু সাইদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গত ১৬ মে বিকেলে সদর উপজেলার তপসীডাঙ্গা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার স্বর্ণালংকার চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মঞ্জুরুল ইসলাম জবানবন্দি গ্রহণ শেষে আবু সাইদকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। আটক আবু সাইদ তপসীডাঙ্গা গ্রামের আব্দুল হামিদের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মফিজুল ইসলাম জানিয়েছেন, ২০২১ সালের ২৮ আগস্ট গভীর রাতে যশোর শহরের খড়কি বামনপাড়ার রেজাউল করীমের বাড়িতে অজ্ঞাতনামা চোরেরা প্রবেশ করে। তারা ওই বাড়ি থেকে চার লাখ ৬৩ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে যায়।এই ঘটনায় একই বছরের ১১ সেপ্টেম্বর কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা করেন।
এর আগে পুলিশ এই মামলায় কয়েকজন আসামিকে আটক করে। তাদের আদালতে দেয়া স্বীকারোক্তির তথ্য মোতাবেক আবু সাইদকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী পুলেরহাট বাজারের মঞ্জুশ্রী জুয়েলার্সে অভিযান চালিয়ে দোকানে বন্ধক ও বিক্রি করা দুইভরি ৪ আনা ২ রতি সোনা ও নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়।মঙ্গলবার আবু সাইদকে আদালতে সোপর্দ করা হলে রেজাউল করীমের বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।