পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরের প্রতিবন্ধী রহিম গাজী (৬০) এলাকা মহিলা মেম্বরের প্রচেষ্টায় পেল হুইল চেয়ার। কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর শাহানাজ পারভীনের সার্বিক প্রচেষ্টায় উপজেলার মধ্যকুল গ্রামের মৃত শহর আলীর ছেলে রহিম গাজী ওই হুইল চেয়ারটি পেয়ছেন। তিনি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে প্রায় ৫ বছর ধরে বাড়ীতে অচল অবস্থায় দূর্বিসহ জীবন যাপন করে আসছেন।
কেশবপুর উপজেলা চত্বরে গতকাল রবিবার (২২মে) দুপুরে সরকারী ভাবে (এ.ডি.পি) বরাদ্ধকৃত এই হুইল চেয়ারটি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার এম.এম আরাফাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বর শাহানাজ পারভীন ।
উপকারভোগী রহিম গাজী বলেন, বিগত দিনে একটি হুইল চেয়ারের আশায় বারবার স্থানীয় অনেকের দারস্ত হয়েও কোন সুফল না পেয়ে তিনি মানষিক ভাবে ভেঙ্গে পড়েছিলেন। গত কয়েক দিন আগে একই দাবি নিয়ে নব-নির্বাচিত মহিলা মেম্বর শাহানাজ পারভীনের দারস্ত হলে তিনি একটি হুইল চেয়ার প্রদানের আস্বাস্ত দেন।মাত্র কয়েক দিনের মধ্যে ঐ মানবিক মহিলা মেম্বরের সার্বিক প্রচেষ্টায় এই হুইল চেয়ারটি পেয়ে নিজেকে খুব সৌভাগ্যবান ও আনন্দবোধ করছেন বলে তিনি জানান। আমার চলার পাথেয় এই হুইল চেয়ারটি পেতে আমার এলাকার মহিলা মেম্বরসহ যাঁরা সহযোগিতা করেছেন তাঁদের আল্লাহ্ যেন সুস্থ রাখেন। বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার এম.এম আরাফাত হোসেন আমার জন্য যা করলেন তা ভুলবার নয়। আমি সকলের কাছে চির ঋণী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।