এস,এম শামীম,দিঘলিয়া খুলনা // গত ২১ শে মে শনিবার খুলনা জেলার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে গাজীরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল গ্রুপের লোক ও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডু গ্রুপের লোক এর মধ্যে বামনডাঙ্গা ব্রীজের উপর সংঘর্ষ হয়। সংঘর্ষে মোঃ আজিজুর (২৫) ও জসিম মোল্যা (৩০) নামে দু-জন আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
উল্লেখ্য,দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল ও উক্ত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডু গ্রুপের লোকজনের মধ্যে পূর্বে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। ঘটনার বিষয়ে অবগত হয়ে স্থানীয় দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এবিষয়ে এখন পর্যন্ত কোন পক্ষই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে নাই বলে জানা যায়। বর্তমানে উক্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Leave a Reply