সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি // ডুমুরিয়ার চুকনগরের কাঁঠালতলায় ছাত্র-শিক্ষক ও ব্যাবসায়িদের মধ্যে দ্বন্দ্বের জেরে মারামারির ঘটনায় সালিশ বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণ আপোষ মিমাংশা করা হয়েছে।
এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আজ রোববার কাঠালতলা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে ডুমুরিয়া উপজেলা ও থানা পুলিশ প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সালিশ বৈঠক সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া।
উভয় পক্ষের উপস্থিতি ও সম্মতিক্রমে গতকাল রবিবার সালিশী বৈঠকের মাধ্যমে আলোচনান্তে শান্তি পূর্ণ আপোষ মিমাংসা করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান,জেলা অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল রাজু আহম্মেদ, সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম।
ওসি তদন্ত ইমদাদুল হকের উপস্থাপনায় আরও,বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আইয়ুব হোসাইন প্রধান শিক্ষক স,ম আব্দুর রাজ্জাক, বিদ্যালয় পরিচালনা পর্ষাদের সভাপতি প্রভাষক জিএম ফারুক হোসেন, শিক্ষক তাপস বসাক,ব্যাবসায়ি মাহবুব রহমান উথান,আজহারুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার সকল হাই স্কুলের প্রধান শিক্ষক, বাজার কমিটি সভাপতি সম্পাদকসহ বাজারের সকল ব্যাবসায়ি বৃন্দ।
প্রসঙ্গত গত ২১ মে অনাঙ্ক্ষিত ভাবে কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র শিক্ষক ও বাজারের ব্যবসায়িদের মধ্যে দফায় দফায় মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া ও আহতের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিষয়টি নিয়ে পরবর্তীতে কোন ঝগড়া বিবাদ এড়াতে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষের সন্মতিক্রমে ঘটনাটি শান্তি পূর্ণ আপোষ মিমাংসা করা হয়।
Leave a Reply