সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি // খুলনার ডুমুরিয়ায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আজ রোববার বিকেলে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়েজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি)মোঃ মামুনুর রশীদ। ভূমি সেবা সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ’।
সভায় প্রধান অতিথি বলেন, ভূমি সেবায় ডিজিটালাইজেশন নাগরিক সেবায় অনন্য পদক্ষেপ। বর্তমানে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান ও মৌজা ম্যাপ সরবরাহ, শুনানিসহ বিবিধ ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে একজন ব্যক্তি ভূমি অফিসে না এসেও হয়রানি মুক্তভাবে ভূমি সেবা পেতে পারেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে ভূমি সংক্রান্ত যাবতীয় বিষয় ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। তবে হয়রানিমুক্ত ভূমি সেবার জন্য জনগণকে সচেতন হতে হবে।
সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, ভূমি সেবার সকল কার্যক্রম জনসম্মুখে প্রদর্শনের জন্য ১৯ মে থেকে ২৩ মে-২০২২ পর্যন্ত পাঁচ দিনব্যাপী উপজেলার রাজস্ব সার্কেল, ইউনিয়ন ভূমি অফিসে একযোগে ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
এ সময় আরো উপস্হিত ছিলেন,উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দীন ও বীর মুক্তিযোদ্ধা দিলীপ রায়, আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার,উপজেলা ভূমি অফিসের কানুন গো মোঃ হায়দার আলী,নাজির মোঃ সাইফুল্লাহ,অফিস সহকারী নাসির উদ্দীনসানা,সার্ভেয়ার মিরাজ হোসেনসহ ভূমি অফিসের অন্যান কর্মচারী বৃন্দ।
Leave a Reply