সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি // লক্ষ্মীপুর রায়পুর উপজেলাতে স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশের নিরাময় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নারী স্টাফদের সাথে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে হাসপাতাল মালিক মিজান মুন্সি ও ডিউটি ডাক্তার আসাদুজ্জামানের বিরুদ্ধে।
রায়পুর নিরাময় ডায়াগনস্টিক এন্ড হাসপাতালের একটি আপত্তিকর সিসিটিভি ফুটেজ আসে লক্ষ্মীপুর নিউজ টুয়ান্টিফোর এর প্রতিবেদকের হাতে। চাকুরির প্রলোভনে ইন্টারভিউর নামে যুবতী মেয়েদের কৌশলে ইজ্জত হরনের অভিযোগ করেছে একাধিক কর্মচারী।তারই সূত্র ধরে গতকাল এই বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মিজান মুন্সির নিকট জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, ভিডিওটি আমার, আপনারা যা করার করেন। এতে আমার কোন আপত্তি নেই।
ডিউটি ডাক্তার আসাদুজ্জামান নূরের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের ম্যানেজের চেষ্টায় ব্যার্থ হয়ে বলেন, কি দরকার এসব করার? আর যে ঘটনাটি ঘটেছে এটিতো আংকেলের সাথে অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ মিজান মুন্সির সাথে।
অভিযুক্ত হাসপাতাল রিসিপশনিষ্ট রূপালী (ছদ্মনাম) বলেন, উনারা শুধু আমার সাথেই নয়, সকলের সাথেই এমন করেন।
হাসপাতালের সাবেক স্টাফ তমা (ছদ্মনাম) জানান, আমি সেই প্রতিষ্ঠানে চাকুরির সময় মিজান মুন্সি এবং ডাক্তারের একাধিক ঘটনার সাক্ষী হওয়ায় কৌশলে আমাকে সেখান থেকে চাকুরীচ্যুত করা হয়।
একই হাসপাতালের সাবেক আরেক স্টাফ(জরিনা)ছদ্মনাম বলেন, সত্যি কথা বলতে গেলে বর্তমানে এই হাসপাতালের অনৈতিক কর্মকান্ডে এটি কোন হাসপাতালের তালিকায় পড়েনা। আমি এদের সর্বোচ্চ বিচার চাই।
এই বিষয়টি নিয়ে বাংলাদেশ বেসরকারি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন রায়পুরের সভাপতি ইজাজ হোসেন রুমান ও সম্পাদক তাইফ উদ্দিন শান্ত বলেন, ঘটনাটি আমরা জেনেছি। আসলে ঘটনাটি অত্যান্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।