এস.এম.শামীম দিঘলিয়া খুলনা // গত ২৬/০৫/২২ তারিখে খুলনা জেলা ছাত্রলীগের শান্তিপূর্ণ সমাবেশে,”বিএনপি ছাত্রদলের অতর্কীত হামলায়”আহত জেলা ছাত্রলীগ নেতা সজিব তালুকদার ও থানা ছাত্রলীগ নেতা মোঃআল আমিন ও তাদের পরিবারের সার্বিক খোঁজ খবর নেন রুপসা তেরখাদা দিঘলিয়ার সংসদ সদস্য খুলনা জেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম মূর্শেদী।
এসময় তিনি তাদের চিকিৎসার খোঁজখবর ও চিকিৎসার সকল দায়িত্ব নেন।তাদের পরিবারকে আস্বস্ত করেন যে ছাত্রলীগ,যুবলীগ, আওয়ামী লীগের কোন কর্মী যদি কখনও আহত হয় তাহলে সর্বদা তাদের সাথে থেকে সকল আন্দোলন সংগ্রামে পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন,দিঘলিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমান, সাধারন সম্পাদক ইয়াসিন আরাফাত সাবেক সভাপতি ফোরকান আহম্মেদ রনি,জেলা ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন শেখ রিয়াজ,সুফিয়ান, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, শেখ আল আমিন,মিরাজ,ইমরান,মুছা, শিবলু,রাজিব,জয়,রাসেল প্রমুখ।
Leave a Reply