এস,এম শামীম,দিঘলিয়া খুলনা // দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী ময়না বেগম(২৬),আলামিন হোসেনের স্ত্রী তারজিনা বেগম(৬০) ও হেদায়েত হোসেন কে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী সুত্রে জানা যায়,গতকাল শনিবার (২৮ মে)শনিবার সকাল ৯ টার দিকে বারাকপুর ইউনিয়ন এর লাখওয়াটী ৩ নং ওয়ার্ড এলাকায় জমি সংক্রান্ত জেরে এ ঘটনা ঘটে। আহত ৩ জনের মধ্যে ময়না বেগমের অবস্থা(২৬) গুরুতর।আহত ময়না বেগমকে দিঘলিয়া উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ময়না বেগমের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহতদের পরিবার ও উক্ত ওয়ার্ড ইউপি সদস্য জানান,বহুদিন ধরে উক্ত এলাকার বাসিন্দা মুক্তার মল্লিক ও হেদায়েত হোসেনদের মধ্যে বিরোধ চলে আসছিল একপর্যায়ে শনিবার সকালে ময়না বেগম ও তারজিনা বেগম উক্ত জমিতে আল কাটতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে মুক্তার মল্লিক এর পুত্র মোরশেদ,অহিদুল, রফিক,আশিক,মিলে তাদের বেধড়ক মারধর করে।
এবিষয়ে দিঘলিয়া থানা পুলিশ কে অবগত করা হলে থানা পুলিশ গুরুতর আহত ময়না বেগম কে দ্রুত চিকিৎসার জন্য পরামর্শ দেন এবং অভিযুক্ত দের কাছে এবিষয়ে জানতে চাইলে তারা মারধরের ঘটনায় জড়িত নয় বলে জানান। এবিষয়ে তারজিনা বেগম এর পুত্র হায়দার মিয়া বাদি হয়ে দিঘলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
Leave a Reply