প্রনয় দাস, অভয়নগর প্রতিনিধি // আসলেই কি দূর্ঘটনা? নাকি দূর্ভাগ্যের অংশ,নাকি অসাবধানতা।নিত্যদিনের কর্মময় জীবনে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনায় প্রতিনিয়ত শেষ হয় হাজারও সোনালী স্বপ্ন।
যশোর জেলার অভয়নগর থানার প্রেমবাগে সকাল আনুমানিক সাড়ে ৮টা দিকে ভয়াবহ বাস দূর্ঘটনা ঘটে।যশোর থেকে আসা একটি “গড়াই” বাস দ্রুতগতিতে খুলনার দিকে যাচ্ছিলো।প্রেমবাগ অতিক্রমকালে আচমকা বাসের সামনে একটি মালবাহী ট্রাক এসে পড়ে।বাস ড্রাইভার তাৎক্ষণিক ট্রাকটিকে দ্রুতগতি রেখেই ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসে আনুমানিক ৫৫-৬০ জন যাত্রী ছিলো।এর মধ্যে ২০-২৫ জন গুরুতর আহত হয়েছে । আহতদের অভয়নগর উপজেলার স্বাস্থ কমপ্লেক্স নেওয়া হয়েছে এবং বাকিদের ঘটনা স্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরবর্তীতে নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ও নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসটি উদ্ধারের তৎপরতা চালাচ্ছে।
উদ্ধার কাজে অংশ নিয়েছেন এলাকার সাধারণ মানুষ।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার জনপ্রতিনিধি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।