প্রনয় দাস,অভয়নগর প্রতিনিধি // বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস শীর্ষক প্রকল্পের আওতায় ৬ কোটি ২ লক্ষ ৮৫ হাজার ৭৩ টাকা ব্যায়ে পুনঃ নির্মিত হচ্ছে নওয়াপাড়া টু আমতলা সড়কের মাঝামাঝি স্থানে লেবুগাতী খালের উপর ৬০.০৫ মিটার দৈর্ঘের আর সি সি গার্ডার ব্রিজ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র অধীনে ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ (প্রা:) লি: এবং শামিম চাকলাদার (জেভি) যৌথ ভাবে কাজটি করছে, কার্যাদেশ অনুযায়ী উক্ত প্রকল্পের কাজ ১২ জানুয়ারি ২০২২ তারিখে শুরু করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছেন প্রায় ৫ মাস বিলম্বে মে ২০২২ হইতে কাজ শেষ করার কথা ৬ জুলাই ২০২৩ তারিখে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার মতিয়ার রহমানের কাছে বিলম্বের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন প্রয়োজনের অতিরিক্ত জনবল লাগিয়ে আমরা মেয়াদের মধ্যেই ইনশাহ আল্লাহ কাজ শেষ করবো।
এদিকে জনগুরুত্বপূর্ণ ব্যাস্ততম এই সড়কের মাঝে ব্রিজ নির্মান করতে গিয়ে প্রাইভেট মাইক্রো সহ সকল ভারি যানবাহন চলাচল বন্দ রয়েছে, ছোট ছোট যান চলাচলেও বিঘ্ন ঘটছে, ফলে জনদুর্ভোগ বেড়েছে, এলাকায় সাধারণ মানুষ দ্রুততম সময়ে ব্রিজটির নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন।
প্রকল্প তাদারককারি কর্মকর্তা এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো: সানাউল হক সাহেব জানিয়েছেন জনদুর্ভোগের কথা চিন্তা করেই নির্ধারিত মেয়াদের মধ্যেই কাজটি শেষ করার তাগিদ দিয়েছি।
Leave a Reply