খুলনার খবর // সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের চল্লিশা বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে।
গতকাল শুক্রবার (৩ জুন) বিকালে গ্রামবাসীর আয়োজনে এই প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে যশোর জেলার অভয়নগর উপজেলার শাহাজাহান সরদারের ঘোড়া,২য় স্থান অধিকার করে যশোরের নোয়াপাড়ার মো. জাকির গাজীর ঘোড়া, ৩য় স্থান অধিকার করে অভায়নগরের নেছার ফকিরের ঘোড়া,৪র্থ হয়েছে খুলনার বটিয়াঘাটার মোহাম্মদ আলীর ঘোড়া এবং ৫ম স্থান অধিকার করে অভয়নগরের কবির আহমেদের ঘোড়া।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
এসময় বিজয়ীদের মাঝে ১ম ও ২য় পুরস্কার দুটি বড় মিনিস্টার ফ্রিজ, তৃতীয় পুরস্কার একটি এলইডি মনিটর, চতুর্থ পুরস্কার গ্যাসের চুলা ও পঞ্চমে টেবিল ফ্যান প্রদান করা হয়েছে।
Leave a Reply