পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরের পাঁজিয়ায় ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির আহবানে পাঁজিয়ায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
পাঁজিয়া ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক বাবুর আলী গোলদারের আহবানে শুক্রবার বিকালে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে সুকুমার মন্ডলের সভাপতিত্ব এবং কমিটির আহবায়ক বাবুর আলী গোলদারের সঞ্চালনায় প্রধান অতিথ হিসাবে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা এডভোকেট আবু বকর সিদ্দিকী।
বক্তব্য রাখেন, কৃষক নেতা শওকত আলী, ভুক্তভোগী শুকুর আলী মহালদার, ডাক্তার আব্দুল গাফফার, আবুল হোসেন কালু, শরিফুল ইসলাম, আলমগীর হোসেন, কুলসুম বেগম ও সুন্দরী বিবি।
ভুক্তভোগীরা বলেন, গতবছর বোরো আবাদ হয়নি, এবছরও বোরো আবাদ হয়নি। আমরা খুব কষ্টে আছি। বিল ভরা পানি। এবার বৃষ্টি হলেই উঠানে পানি উঠে যাবে। আমাদের এলাকা ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না। ২৭ বিল রক্ষার্থে সরকার কোন ব্যবস্থা না নিলে আমরা মারা যাব। জরুরীভাবে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন ২৭ বিল এলাকার ভুক্তভোগী মহল।
Leave a Reply