পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাঁচারই টিএস মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভা রবিবার (৫ জুন) প্রধান শিক্ষকের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি ও মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমিটির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনতাজ আলী, অভিভাবক সদস্য আব্দুস সাত্তার সরদার, শিক্ষক প্রতিনিধি তারিফ হোসেন মোল্লা।
নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি ও মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কেশবপুরের সংসদ সদস্য শাহীন চাকলাদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । তাঁর ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যেন যথাযথভাবে পালন করতে পারেন সে জন্য তিনি সকলের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
তিনি আরও বলেন, আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। বিদ্যালয়টিকে সঠিকভাবে পরিচালনা করবেন। অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সাথে ভাল ব্যবহার করবেন। তেমন কোন সমস্যা হলে আমাকে স্মরণ করবেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনতাজ উদ্দীন জানান, বিদ্যালয় পরিচালনা কমিটিতে আমাদের নব নির্বাচিত চেয়ারম্যান আসায় আমরা মনে-প্রাণে খুশি হয়েছি।
উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওহাব, শিক্ষক মনিরুল ইসলাম, আয়রা খাতুন, রেজাউল ইসলাম হুজুর, মশিয়ার রহমান, বরিউল ইসলাম, আবু তালেব, জাহাঙ্গীর মোড়লসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।