এস.এম.শামীম,দিঘলিয়া,খুলনা // কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি ও সারাদেশে বিএনপির নৈরাজ্যের সৃষ্টির প্রতিবাদে দিঘলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী যুবলীগ।
এ উপলক্ষে সংগঠনটির উপজেলা কমিটির আয়োজনে আজ শনিবার বিকাল ০৫ টায় সংগঠনটির পথের বাজার কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের চৌরাস্তায় এসে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য মোসা: সামসুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা বাচা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ রায়হান উদ্দিন, সদস্য কে এম আসাদুজ্জামান,
দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসনে, সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোল্লা আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক শেখ সাইদুর রহমান, হাসান মাহমুদ রাকিব, সদস্য এস এম হাবিবুর রহমান তারেক, শেখ আল-আমীন, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরশেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান, বারাকপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আলী বাকের প্রিন্স সহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগের নের্তৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।