মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল)প্রতিনিধি // নড়াইলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রতাপ বিশ্বাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।প্রতাপ যশোর জেলার বাঘারপাড়া উপজেলার আদরকোটা গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে।
আজ সোমবার সকাল ১১টার দিকে যশোর-নড়াইল সড়কের তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীরা জানায়, যশোরের দিকে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটির সঙ্গে নড়াইল অভিমুখি ট্রাকের মুখোমুাখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রতাপ নিহত হন।
তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।
Leave a Reply