শরিফুল ইসলাম // জৈষ্ঠ্যের শেষ দিকেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই খুলনায়।যে কারণে তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
সূর্যের প্রখর তাপ, আর ভ্যাপসা গরমে ক্লান্ত নগরজীবন। একদিকে তাপদাহ, অপরদিকে বৃষ্টিহীন দিন-রাত।
ঘরে বাইরে কোথাও স্বস্তিতে থাকতে পারছেন না মানুষ। গরমে নাজেহাল নাগরিক জীবন। অতিরিক্ত গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বৃষ্টি নেই, ফলে কমছে না গরম। চলছে মৃদু তাপপ্রবাহ। এতে সুস্থ-সবল ব্যক্তিরাও ঘেমে, নেয়ে ক্লান্ত হয়ে পড়ছেন।গরমের কারনে শ্রমজীবী, রান্নার কাজে নিয়োজিত গৃহিণীরা, বয়স্ক নারী-পুরুষ সবাই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়া প্রসঙ্গে খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, এখন যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থাকার কথা তা অনেকটা দুর্বল অবস্থায় আছে, এখনো সক্রিয় হয়নি। এ কারণে বৃষ্টি হচ্ছে না। খুলনার আকাশে মেঘ আসছে, কিন্তু সেটা অন্যদিকে চলে যেয়ে বৃষ্টি হচ্ছে।
গতকাল বুধবার ( ৮ জুন) খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে জেলার ওপর দিয়ে একটা মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। আশা করা যায় দুয়েক দিনের মধ্যে বৃষ্টি হবে খুলনায়।
Leave a Reply