শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা খুলনা প্রতিনিধি // ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মাদ(সাঃ)ও তার সহধর্মীনি আয়শা(রাঃ)সম্পর্কে চরম অবমাননাকর কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে ফাঁসির দাবিতে আজ সোমবার ইমাম পরিষদের উদ্যোগে পাইকগাছার কপিলমুনিতে বিক্ষোভ সমাবেশ ওপথসভা অনুষ্ঠিত৷
উপস্থিত ধর্ম প্রাণ মুসলিম জনতা একটি মিছিল বের করেন যেটি কপিলমুনি জাফর আওলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা হতে শুরু করে কপোতাক্ষ নদের পাশের বাইপাস সড়ক দিয়ে গোলাবাটি উঠে মেইনরোড হয়ে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গনে এসে জড়ো হয়৷বিক্ষোভ সমাবেশ ও পথসভাটি কপিলমুনি জাফর আওলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়৷
এ সময় বক্তব্য রাখেন মাওলানা আবুল হোসেন,মাওলানা আলতাফ হোসেন,আব্দুল হান্নান,আমিনুর ইসলাম সিরাজী,কামরুল ইসলামসহ ইমাম পরিষদের নেতৃবৃন্দ ও অন্যান্য আলেম ওলামা গণ৷সভায় বক্তরা নুপুর শার্মা ও নবীন জিন্দালের ফাঁসির দাবি জানান ৷
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।