এস.এম.শামীম দিঘলিয়া খুলনা // দিঘলিয়ায় গতকাল ১৬ ই জুন বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় দিঘলিয়া উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে সাম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র কতৃক মানবতার নবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আম্মাজান আয়েশা ( রাঃ) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল পথের বাজার চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে সােনহাটী যাকারিয়া মাদ্রাসার সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মুফতী আহমাদুল্লার সভাপতিত্বে ও হাফেজ আসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন মাওঃ আব্দুল আহাদ, মাওঃ মিনারুল ইসলাম, মাওঃ জিয়াউল হক, হাফেজ মাওঃ ইকবাল, হাফেজ মাওঃ জামিরুল ইসলাম, মুফতী ইউসুফ চৌধুরী, মুফতী তাজ উদ্দিন, মুফতী আজিজুর রহমান, মাওঃ ফেরদাউস রহমান প্রমুখ।
সভায় বক্তারা নবীজি (সাঃ) এর অবমাননাকারী ও কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং নবীজি (সাঃ) এর সম্মান রক্ষায় জাতীয় সংসদে আইন পাশ করার দাবী জানান।
Leave a Reply