পরেশ দেবনাথ,কেশবপুর // কেশবপুরের হিজলডাঙ্গায় শহীদ ফ্লাইট লেঃ মাসুদ মেমোরিয়াল ডিগ্রী কলেজের নব-গঠিত গভর্নিং বডির পরিচিতি সভা শনিবার (১৮ জুন) সকালে কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
শহীদ ফ্লাইট লেঃ মাসুদ মেমোরিয়াল ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে এবং সিনিয়র প্রভাষক দিনেশ দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও কলেজের বিদ্যুৎসাহী সদস্য বি এম ইব্রাহিম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কলেজের বিদ্যুৎসাহী সদস্য নওশাদ আলী, সহকারী অধ্যাপক জি এম সাজ্জাত হোসেন প্রমুখ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান, শিক্ষার মান উন্নয়নেও মতবিনিময় করেন।
Leave a Reply