নিউজ ডেস্ক // খুলনা সিটি কর্পোরেশনের ১৬ তম সাধারণ সভা আজ মঙ্গলবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সিলেট ও সুনামগঞ্জসহ বন্যা কবলিত এলাকায় এবং চট্টগ্রামের সীতাকুন্ডে কান্টেইনার ডিপোতে অগ্নিকান্ডে মৃত্যুবরণকারীদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়।
সভায় সভাপতির বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, পদ্মা সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে পদ্মা সেতুর বাস্তবায়ন গোটা জাতিকে আনন্দে উদ্বেলিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন-অগ্রযাত্রায় দেশকে আরেকধাপ এগিয়ে নিয়েছেন। তিনি বলেন, পদ্মা সেতুর মত মেগা প্রকল্প বাস্তবায়িত হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ আজ আনন্দিত ও গর্বিত। মাননীয় প্রধানমন্ত্রীর মেধা যোগ্যতা ও একাগ্রতার কারণে বৃহৎ এ প্রকল্পে সাফল্য অর্জন সম্ভব হয়েছে। সিটি মেয়র আরো বলেন, নবনির্মিত পদ্মা সেতু শুধুমাত্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নয় সমগ্র বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখবে। এতদাঞ্চলে সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থানের। একচল্লিশ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তা যথাসময়েই পূরণ হবে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁর জন্য দোয়া করতে সিটি মেয়র দেশবাসীর প্রতি আহবান জানান।
সভায় নগরীতে ওয়েস্ট টু এনার্জি প্লান্ট স্থাপনের মাধ্যমে পচনশীল দ্রব্যসহ বিভিন্ন প্রকারের বর্জ্যকে সম্পদে পরিণত করা, নগরীর বিভিন্ন স্থানে নিয়ন বাতির ট্রাফিক সিগনাল স্থাপন করা, ৩১ নং ওয়ার্ড এলাকায় নবনির্মিত সড়কটি আধুনিক খুলনা গড়ার রূপকার সিটি মেয়রের নামে “মেয়র তালুকদার আব্দুল খালেক সড়ক” নামে নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় ঈদ-উল-আযহা প্রাক্কালে সরকার কর্তৃক নগরীর সকল ওয়ার্ডে সাশ্রয়ী মূল্যে টিসিবি’র মাধ্যমে খাদ্য সামগ্রী বিক্রয় কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম (মুন্না), মোঃ আলী আকবর টিপু ও এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুস সালাম, মোঃ কবির হোসেন কবু মোল্লা, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, মোঃ ডালিম হাওলাদার, এমডি মাহফুজুর রহমান লিটন, কাজী তালাত হোসেন কাউট, মুন্সি আব্দুল ওয়াদুদ, মোঃ মনিরুজ্জামান, এস এম খুরশীদ আহম্মেদ টোনা, শেখ মোসারাফ হোসেন, মোঃ আনিসুর রহমান বিশ্বাস, শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, শেখ মোঃ গাউসুল আজম, মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, কাজী আবুল কালাম আজাদ বিকু, ইমাম হাসান চৌধুরী ময়না, মোঃ শমশের আলী মিন্টু, মোঃ গোলাম মাওলা শানু, জেডএ মাহমুদ ডন, ফকির সাইফুল ইসলাম, এস.এম মোজাফ্ফর রশিদী রেজা, মোঃ আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, শেখ আমেনা হালিম বেবী, মাহমুদা বেগম, কনিকা সাহা, মাজেদা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।
Leave a Reply