অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি // বাগেরহাট মোংলা উপজেলায় সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের বসত থেকে ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে বনবিভাগ।গতকাল সোমবার (২০জুন) সকাল ৮ টায় মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের শংকর মল্লিকের বাড়ি থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সাপটি ৭ফুট লম্বা ও ওজন ৫ কেজি।
স্থানীয়রা জানান,সাপটি বাড়ির ভিতরে দেখতে পেয়ে জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদীরকে মোবাইলএ ফোনে অবহিত করলে তিনি এসে সাপটি উদ্ধার করেন।পরে আমরবুনিয়া টহল ফাড়ীতে সাপটি অবমুক্ত করেন।
এ বিষয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধরা ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদির বলেন,খবর পেয়ে আমি অজগর সাপটি উদ্ধার করার জন্য রওনা দেই এবং স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে বাড়ি থেকে উদ্ধার করে আমরবুনিয়া টহল ফাড়ীর বনের ভিতরে অবমুক্ত করি।
তিনি আরো জানান,বর্তমানে বন্যার কারনে পানির প্রচন্ড চাপ সুন্দরবন থেকে সাপ ভেসে আসতে পারে কিন্তুু আপনারা কোন ক্ষতি করবেন না, দেখা মাত্র আমাদের বলবেন আমরা ফরেষ্ট বিভাগ ও আমাদের সেচ্ছাসেবক আছে তারা দ্রুত উদ্ধার করার চেষ্টা করবো।
এসময় উপস্থিত ছিলেন,জিউধরা স্টেশন বি এম মোঃ রাকিব বিল্লাহ, আমরবুনিয়া টহল ফাড়ীর ওসি অসিত কুমার সহ আরো অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।