এস,এম শামীম,দিঘলিয়া খুলনা // দিঘলিয়ার সেনহাটি ইউনিয়ন এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ ব্যাবসায়ী মনিরুজ্জামান মনির শেখ( ৪২) ও তুহিন গাজি (৩৫)কে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ।
থানা পুলিশ সুএে জানা যায়,গতকাল ২২ শে জুন রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসি আহসান উল্লাহ চৌধুরীর নির্দেশে,পুলিশ পরিদর্শক রিপন কুমার সরকার এর তত্ত্বাবধায়নে এসআই আজিজ মাহমুদ,এ এসআই শাহিদুল ইসলাম,এ এসআই নাসির,কং নাজমুল,কং কিবরিয়া,কং আব্দুর রব মোল্লাসহ সেনহাটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ইয়াবা বিক্রয় কালে হাতে নাতে মনিরুজ্জামান মনির ও তুহিন গাজিকে আটক করে।
সুএে জানা যায়,মনিরুজ্জামান মনির সেনহাটি ইউনিয়ন এলাকার বাসিন্দা মৃতঃ ইসমাইল হোসেনের পুএ ও তুহিন গাজি উক্ত ইউনিয়ন এর ইজু গাজীর পুএ আটককৃত মনিরুজ্জামান মনির এর কাছ থেকে ৪৫ পিস ও তুহিন গাজির কাছ থেকে ৫ পিস ইয়াবা জব্দ করে।
এবিষয়ে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী জানান বহু দিন যাবৎ মনির এই মাদক ব্যবসা করে আসছিল। এবিষয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম মনির কে লিখিত ভাবে সতর্ক করেছে,কিন্তু মনির তার মাদকের রাজত্ব নিজের অভিনব কৌশলে চালিয়ে আসছিল।একপর্যায়ে গত ২২ শে জুন রাত ১০ টার দিকে আটক করে।এবং দিঘলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে,মামলা নং-১৩ তাং-২৩/৬/২২ ইং।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।