এস,এম শামীম,দিঘলিয়া // দিঘলিয়ায় ২৬ জুন রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি অফিস আয়োজিত এক ক্লাইমেট- স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পপের অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহন কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, ক্লাইমেট-স্মার্ট প্রকলপো পরিচালক শেখ ফজলুল হক মনি।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সামাদ, উক্ত কর্মশালায় অংশ গ্রহন করেন উপজেলা পর্যায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ফায়ার সার্ভিস কর্মকর্তা, আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply