মুন্সী মোয়াজ্জেম,শালিখা প্রতিনিধি // মাগুরার শালিখা থানার গঙ্গারামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য খোন্দকার মামুন অস্ত্রসহ র্যাবের হাতে আটক হয়েছে।এ ব্যাপারে গত (২৪ জুন) শুক্রবার শালিখা থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নংঃ-১২।
পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ গত বৃহস্পতিবার বিকালে পুলুম বাজার থেকে মামুনকে একটি ওয়ান সুটার গানসহ আটক করে নিয়ে যায়। এবং রাতে শালিখা থানায় সোপর্দ করলে শালিখা থানা পুলিশ তাকে জেল হাজতে প্রেরন করে।
Leave a Reply