বটিয়াঘাটা প্রতিনিধি // বটিয়াঘাটা শৈলমারী নদী সংলগ্ন হোগলবুনিয়া সুইচ গেট থেকে বিবস্ত্র অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে,বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য রমা রাণী মন্ডল সকাল ৮ টার দিকে হাঁটতে বের হয়ে হোগলবুনিয়া সুইচ গেটের সামনে বিবস্ত্র অবস্থায় উপুড় হওয়া ভাসমান অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়।তখন তিনি থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে ভাসমান লাশটি সুইচ গেটের ভিতরে ঢুকে গেছে।পরবর্তীতে বিকাল ৫ টায় থানা পুলিশ,সিআইডি,পিআইবি পুলিশ,নৌপুলিশ যৌথ ভাবে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেন।এর পূর্বে লাশের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় বের করতে সক্ষম হয়।
জানা গেছে,মৃত ব্যক্তির নাম মোঃ জামিল মৃধা(৫৫) । সে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার সরসপুর গ্ৰামের আব্দুর রাজ্জাকের পুত্র।এরিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন মাধ্যম দিয়ে মৃতের বাড়িতে খবর পাঠানো হয়েছে বলে জানা গেছে ।
Leave a Reply