পরেশ দেবনাথ,কেশবপুর // কেশবপুর উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ২০ দিন ব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচী ২৭ জুন সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার নাসিমা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন,উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মল্লিক।শুভেচ্ছা বক্তব্য রাখেন,উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প কর্মকর্তা রেজাউল করিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্যা,উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক প্রমুখ।
উল্লেখ্য,কেশবপুরে কর্মসংস্থানের জন্য ২০ জন বেকার যুবককে ২০ দিনের ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।অনুষ্ঠানে কেশপুরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply