এস,এম শামীম,দিঘলিয়া // দিঘলিয়ায় নিজের ক্রয়কৃত জমি জোর দখল ও বাড়ি ভাংচুর এর অভিযোগ উঠেছে।
সুত্রে জানা যায়, দিঘলিয়ার সদর ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। খান আক্তারুজ্জামান এর পুত্র খান আরিজুল ইসলাম ইসতিকের ক্রয়কৃত জমি বি,আর এস,দাগ নং- ৩৭২৪ খতিয়ান নং-১৮৬৯ এর বসতবাড়িতে গত ২৪ জুন রাত সাড়ে ১২ টার দিকে একই এলাকার বাসিন্দা ১০/১২ জন চিহ্নিত সন্ত্রাসী অনধিকার বাড়িতে প্রবেশ করে। খান আক্তারুজ্জামান এর ছেলে, পুত্র বধু,ভাতিজা ও শিশু সন্তানের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
এবিষয়ে খান আক্তারুজ্জামান এর পুলিশ হেডকোয়ার্টার এ লিখিত অভিযোগের সুত্রে জানা যায় একই এলাকার বাসিন্দা ১। আলী আশরাফ,(রাব্বু) ২।আলী নেওয়াজ খান, ৩। আলী আহসান খান , এদের সাথে অনেক দিন যাবৎ জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল একপর্যায়ে গত ২৪ জুন রাত সাড়ে ১২ টার দিকে অনাধিকার আরিজুল ইসলাম এর বাড়িতে ১০/১২ জন প্রবেশ করে এবং তাদের কাছে থাকা লাঠি,লোহার পাইপ দিয়ে পরিবারের উপর হামলা চালায়।
আক্তারুজ্জামান তার লিখিত অভিযোগ এ আরও জানান যে তার ভাতিজা ও বউমা কে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে চুল ধরে জোরপূর্বক একটি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এবং আক্তারুজ্জামান বাদি হয়ে দিঘলিয়া থানায় একটি এজাহার দায়ের করেন ও ন্যায় বিচার পাইবার আবেদন জানিয়ে ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে একটি লিখিত অভিযোগ প্রেরণ করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।