মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল)প্রতিনিধি // বীরমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত কর্পোরাল শেখ সিরাজুল ইসলামকে বুধবার (২৯ জুন) বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় লোহাগড়া কেন্দ্রীয় (মোল্যারমাঠ) পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।
যশোর ৫৫ পদাতিক ডিভিশনের সার্জেন্ট মো: আবুল বাশারের নেতৃত্বে একদল চৌকস সেনাদল এবং লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো:আজগর আলী ও ডেপুটি কমান্ডার মো: আ: হামিদ এর উপস্থিতিতে লোহাগড়া থানার একদল চৌকস পুলিশ সদস্যরা পৃথকভাবে সামরিক ও রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন।দাফন শেষে ৫৫ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা ফুল দিয়ে শেষবারের মত শ্রদ্ধা ও সশস্ত্র সালাম এবং ৯ রাউন্ড ট্রেচার ফায়ারের মাধ্যমে তোপধ্বনি দেয়।
পরে সেনা সদস্যরা নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে কিছু নগদ অর্থ প্রদান করেন। গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন যাবত কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়,সিরাজুল ইসলাম লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামের মৃত আব্দুস সামাদ শেখের ছেলে। তিনি মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের অধিনে যশোর-ফরিদপুর অঞ্চলে যুদ্ধ করেন।১৯৭৩ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান পরবর্তী রক্ষিবাহীনিতে নিষ্ঠার সহিত অর্পিত দায়ীত্ব পালন করেন। ১৮ বছর ৪ মাস ৬ দিন দীর্ঘ চাকরিজীবন শেষে ১৯৯২ সালের ১ জানুয়ারী কর্পোরাল পদে তিনি অবসরে যান।মৃত্যুকালে তিনি স্ত্রী তিন কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply