এস,এম শামীম দিঘলিয়া // দিঘলিয়ায় ১২ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে দিঘলিয়ার কামারগাতী ক্যম্পের পুলিশ।উক্ত পুলিশ ক্যম্পের এসআই মো রাজু হোসেন বলেন,আজ ২ রা জুলাই শনিবার বেলা ১১ টার দিকে গোপন সংবাদ এর ভিওিতে ইয়াবা মোটরসাইকেল যোগে বিক্রয় করার খবর পেয়ে ক্যাম্পের এসআই মোঃ রাজু হোসেন, এসআই উওম শিমুল সহ পুলিশের একটি টিম কামারগাতী বাজারস্থ আশিক এন্টারপ্রাইজ এর সামনে থেকে থেকে কালো রঙের একটি মোটরসাইকেলের ডান পাশের সাইড কাভার থেকে সাদা পলিথিন দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ১২ পিস ইয়াবা জব্দ করে।
এসময় মোটরসাইকেল আরোহী রাধামাধবপুর এলাকার বাসিন্দা চান্দু মোল্লার পুত্র মিশোর মোল্লা (২৮) ও হাফিজুর খা’র পুত্র মিজান খা (২২) কে আটক করে। পরে আটককৃত আসামী, মোটরসাইকেল ও জব্দ কৃত ১২ পিস ইয়াবাসহ দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-২ তাং ২/৭/২২ ইং
Leave a Reply