মুন্সী মোয়াজ্জেম,শালিখা প্রতিনিধি // শালিখা থানার গঙ্গারামপুর ইউনিয়নের বামনখালি গ্রামের রফিকুল মুন্সীর ছেলে পানিতে ডুবে মারা যায়।মৃত্যু কালে শিশুটির বয়স ছিল দুই বছর।
স্হানীয় সুত্রে জানা যায়,আজ দুপুরে বাচ্চার মা বচ্চাকে দুপুরের খাবার খাওয়ানোর পর নিজে পুকুরে গোসলে যায়। এসময় ওই বাচ্চা বাড়ির সাথেই আরে বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলো।সেই ফাকে কখন ওই বচ্চা বাড়ির সামনের পুকুরে পড়ে যায় কেও বুঝতে পারেনি। এর পর শিশুটির মা গোসল সেরে এসে ছেলেকে দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করে।অনেক খোঁজাখুজির পর শিশুটিকে পুকুরে ভাসতে দেখা যায়। এর পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে।
Leave a Reply