কেশবপুর প্রতিনিধি,যশোর // কেশবপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চঞ্চল দাস (২০) নামে এক নরসুন্দর যুবক খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৩০ জুন) রাতে উপজেলার মজিদপুর গ্রামে। নিহত চঞ্চল দাস ওই গ্রামের কার্তিক দাসের ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে থানা হাজতে নিয়ে এসেছে।গতকাল শুক্রবার (১ জুলাই) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়,উপজেলার মজিদপুর গ্রামের নরসুন্দর চঞ্চল দাসকে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে বাড়ির পাশের একটি কলাবাগানে তার চিৎকার শুনে এলাকার লোকজন সেখানে যান। চঞ্চলকে গলা ও পেট কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
চঞ্চল দাস কেশবপুর থানার মোড়ের দীপক দাসের সেলুনে নরসুন্দরের কাজ করতেন। সেলুন মালিক নরসুন্দর দীপক দাস জানান, প্রায় এক বছর আগে চঞ্চল দাস তার দোকান থেকে অন্য স্থানে কাজে চলে যায়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তবে আইনগত পদক্ষেপ নেওয়ার কাজ চলছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।